রাজনন্দিনী তছু দুকূল উজোর।
দুই চারি চন রাখবি মোর।।
শ্রবণে শুনবি যব মুরলিক তান।
তবু নাহি উঠবি হই অগেয়ান।।
কানুক প্রেম রতন মণিসার।
গোপনে রাখবি নিজ পরচার।।
শাস্কি বচনে রহবি কর জোড়ি ।
সতীগুণ বারতা পুছবি বেরি বেরি।।
সাঁঝকি সময়ে হরি গৃহ -মাঝ।
গোবিন্দদাস কহ সমুচিত কাজ।।