রাখাল আমার আছে কারসনে রে নগরবাসী, গোপাল আমার রৈল কোন বনে।
দিনমণি অস্ত গেল মন্দির হৈল খালি
যশোদা আসিবে ঘরে দিল হাতে তালি, ( রে নগরবাসী)
আজি গেল কাল গেল হৈল কত কাল
চণ্ডালিনী সনে পীরিত ঘটিল জঞ্জাল। (রে নগরবাসী)
বনে বনে ঘুরে সদা নাহি রাখে ডর
গোট ধেনু হারিয়ে পীরিত করিল বিস্তর। (রে নগরবাসী)
ডাকা ডাকি করি কত নাহি শুনে কানে।
কুলবধূ ত্যজিয়ে ঘরে গেল নিগূঢ় বনে। ( রে নগরবাসী)
ঘুরে ফিরে দিন রজনী শ্মশানেতে বাসা
চিতার সনে করে খেলা জীবনের নাই আশা। (রে নগরবাসী)
গো-পাল হারিযে রাখল গেল অতি দূর দেহাতত্ত্ব বলে যায় দীন হীন জহুর।