রাখরে রাখরে মন মানাইয়া আমার প্রাণি হরিয়া নিল কানাইয়া।। ধু
ঘটেতে না রহে মন, সদা করে উচাটন, কি দিয় বাখিমু চিত্ত মানাইয়া।
কালিয়া কালিন্দীর কুলে, দাণ্ডাইয়াছে তরুমূলে কত রূপ ধরে বেশ বানাইয়া।।
চূড়াটি টানিয়া বামে, ত্রিভঙ্গ হইয়া শ্যামে বাজাএ বংশী মোর নাম লইয়া।
সৈয়দ মর্তুজা কয়, তেজ রাধে লাজ ভয় ঘরে যাও বন্ধের মন মানাইয়া ।।