রাকা নিশাকর কিরণ নিহারি।
যতনে পরয়ে ধনি ধবলিম সারি
চন্দচন্দন লেপিত সব অঙ্গ।
সিত কুসুমাবলী হাস নব রঙ্গ।।
অব নব রঙ্গিণী করত অভিসার।
কুচযুগে সোহই মুকুতার হার।।
অভরণ সুবরণ শশিমণি সাজ।
পদগতি মন্থর জিনি হংসরাজ।।
মনোহর কুঞ্জ কুন্দ পরকাশ।
গোবিন্দদাস কহে মিলল শ্যামপাশ।।