রাই যবে হেরল হরি মুখ ওর।
তৈখনে ছলছল লোচন জোড়।।
যব পহুঁ কহলহি লহু লহু বাত।
তবহুঁ কয়ল ধনি অবনত মাথ।।
যব হরি ধয়লহি অঞ্চল পাশ।
তৈখনে ঢর ঢর তনু পরকাশ।।
যব পহুঁ পরশল কাঞ্চুক-সঙ্গ।
তৈখনে পুলকে পুরল সব অঙ্গ।।
পুরল মনোরথ মদন উদেশ।
কহ কবিশেখর পিরিতি বিশেষ।।