রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়।
দেবি আঁখি ঠারে কহে বেলা বয়ে যায়।।
নব নব নাগরি কলা।
যৈছন চান্দ কি মালা।।
বসনে ভূষণে উজোর।
শঙ্খ শব্দ ঘন ঘোর।।
শ্রীকৃষ্ণ দরশন ভাব।
ঘন তহি জয় জয় রব।।
শ্রীরাধাকুণ্ডে উপনীত।
গোবিন্দদাস ভণিত।।
রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়।
দেবি আঁখি ঠারে কহে বেলা বয়ে যায়।।
নব নব নাগরি কলা।
যৈছন চান্দ কি মালা।।
বসনে ভূষণে উজোর।
শঙ্খ শব্দ ঘন ঘোর।।
শ্রীকৃষ্ণ দরশন ভাব।
ঘন তহি জয় জয় রব।।
শ্রীরাধাকুণ্ডে উপনীত।
গোবিন্দদাস ভণিত।।