রাই-বচন শুনি চললহি সহচরি
কাননে যাহাঁ যদুবীর।
তুরিতহি তাকর দূর সঞে দরশন
পাওল কুণ্ডক তীর।।
দেখ সখি অপরূপ কাজ।
হেরইতে সমিপহিঁ হোই উলস-মতি
আওল নাগর-রাজ।।ধ্রু।।
কহতহি তোহারি সহচরি বিনু মোর
তিল এক না রহ পরাণ।
তুরিতহি যাই তাহে তুহুঁ আনহ
হাম রহল ইহ ঠাম।।
শুনইতে সো ধনি ধাই আওল শুনি
কহলহি যত কিছু বাত।
তব অভিসার কয়ল রাই সুবদনি
যদুনন্দন করি সাথ।।