রাই নয়ান মেলিয়া কেন চাহ না।
তুমি মোর রতন জীবন ধন যৌবন
মদন দহন শর সহ না।
তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ
অধীন জনেরে কেন দেহ না।
তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত
হাসি বিকসি কেন কহ না।।
দূরহি হুতাশনে মদনে জনু ভজলি
পরশ নহিলে তনু রহ না।
লেহ মোর খত লিখি দমোদর রহু সাখি
তুয়া বিনু আর মোর কেহ না।।