রাই তনু পিরিতি পসার।
তোহারি স্মরণজলে লুটাইল জগজনে
এত নহে ধরম বিচার।।
কোকিলা লইল বেশ বিদ্যাধরী নিল বেশ
মুখশোভা নিল শশিকলা।
মৃগ নিল দুটী আঁখি ভুরু নিল খঞ্জন পাখি
মৃদু হাসি লয়েছে চপলা।।
বিম্ব নিল অধর নাসা নিল খগবর
দশন জ্যোতি লয়েছে মুকুতা।
কাঞ্চন লয়েছে বর্ণ গৃধিনি লয়েছে কর্ণ
তোমার রাইয়ের এতেক বিতথা।।
কুচযুগ কনয়া গিরি শ্রীফলে করেছে চুরি
ভুজ নিল পদ্মের মৃণালে।
রামরম্ভা নিল উরু চরণ মাধুরি চারু
রাজহংসে চুরি কৈল ভালে।।
রাইকে ব্রজে একা পাইল সভে মিলে লুটি নিল
শুন শুন নিঠুর মাধাই।
গোবিন্দদাস ভণে ধরি শ্যামের শ্রীচরণে
একবার ব্রজে চল যাই।।