রাই কানু নিকুঞ্জ-মন্দিরে।
বসিয়াছে বেদীর উপরে।।
হেমমণি-খচিত তাহাতে ।
বিবিধ কুসুম চারি ভিতে।।
সখীগণ চৌদিগে বেড়িয়া।
বসিয়াছে দুহুঁ মুখ চাঞা।।
কুণ্ডের পুরুবে সেই কুঞ্জ।
যাহা বেঢ়ি মধুকর গুঞ্জ।।
মলয়-পবন বহে তায়।
তরুপয় শারী শুক গায়।।
রাই কানু সে শোভা দেখয়ে।
এ যদুনন্দন নিরখয়ে।।