রাই কহে বাণী আমি অভাগিনী
কত না দিয়াছি দুখ।
আহা মরি মরি এসো প্রাণ-হরি
শুকায়েছে চাঁদ মুখ।।
আমার লাগিয়া এত দুখ পাইলে
তুমি সে পরাণ পিয়া।
না জানি বিধাতা আমারে গঢ়ল
কুলিশ পাষাণ দিয়া।।
ক্ষম মোর দোষ না হইও বিরস
সহজ অবলা আমি।
আমার বচনে না হবে মোচন
রসিক নাগর তুমি।।
শুনিয়া রাধার কাতর বচন
রসিক নাগর শ্যাম।
গোবিন্দদাসের সুখের নাহিক ওর
বৈঠল শ্যামের বাম।।