রাই ! এমন কেনে বা হইলা।
কিরূপ দেখিয়া আইলা।।
মরম কহ না মোর ।
বিরাঝি ঘুচাঙ তোর।।
না পারি বুঝিতে রীত।
সব দেখি বিপরীত।।
সোনার বরণ তনু।
কাজর ভৈ গেল জনু।।
নয়ানে বহয়ে ধারা।
কহিতে বচন হারা।।
জ্ঞানদান মনে জাপ।
কহিলে ঘুচিবে তাপ।।
রাই ! এমন কেনে বা হইলা।
কিরূপ দেখিয়া আইলা।।
মরম কহ না মোর ।
বিরাঝি ঘুচাঙ তোর।।
না পারি বুঝিতে রীত।
সব দেখি বিপরীত।।
সোনার বরণ তনু।
কাজর ভৈ গেল জনু।।
নয়ানে বহয়ে ধারা।
কহিতে বচন হারা।।
জ্ঞানদান মনে জাপ।
কহিলে ঘুচিবে তাপ।।