রাই অভিসার করু।
বেশ ভূষা কর ধরু।।
হংস-গমনী রাধা।
চলে পদ আধা আধা।।
ঈষৎ হাসিয়া গোরী।
গমন করত ভালি।।
প্রবেশ করল বনে।
জয় জয় গোপীগণে।।
বাম করে লই গন্ধ।
দক্ষিণ করে কুসুম সুগন্ধ।।
মিলল নিকুঞ্জ-মাঝ।
হেরয়ে নাগররাজ।।
শ্যাম-বামে বৈঠল রাই।
শোভা বর্ণনে না আই।।
চন্দন সুগন্ধ সুচারি।
দেওল সুকুমারী গোরী।।
শ্রীঅঙ্গে লেপন ভাল।
গলে দিল মালতীর মাল।।
চণ্ডীদাস গুণ গান।
রাধাশ্যাম অনুপাম।।