রাই অচেতন নিরখিতে সহচরি
অন্তরে করয়ে বিচার।
শ্যাম অবশ তাঁহা রাই তরসে ঞিহা
আর কি করব পরকার।।
ঐছে কহল ধনি দেহ চন্দন আনি
রাই মুখে সিঞ্চয়ে নীর।
উঠ উঠ সুন্দরি শ্যাম রসে আগরি
করে ধরি পহিরল চীর।।
মলয়জ নীর পবনে ভেল শীতল
রাই সচেতন ভেল।
তৈখনে সহচরি রাইক কর ধরি
শ্যাম সম্ভাষণে চলল।।
শ্যাম পাশ মিলল যব সুন্দরি
রসবতি সুনাগরি রাধা।
মৃতসঞ্জীবনী ধনি পরশহি নাগর
খণ্ডিত মনসিজ বাধা।।
নাগরি নিরখিতে রসময় নাগর
উঠল কুঞ্জবিহারী।
রাইক রূপ নিবিড় আলিঙ্গই
গোবিন্দদাস যাউ বলিহারী।।