রাই অঙ্গ ছটায় উদিত ভেল দশদিশ
শ্যাম ভেল গৌর আকার।
গৌর ভেল সখীগণ গৌর নিকুঞ্জ বন
রাইরূপে চৌদিকে পাথার।।
গৌর ভেল শুকসারী গৌর ভ্রমর ভ্রমরী
গৌর পাখী ডাকে ডালে ডালে ।
গৌর কোকিলগণ গৌর ভেল বৃন্দাবন
গৌর তরু গৌর ফলফুলে।।
গৌর আকাশ দেখি গৌর চান্দ তার সাখী
গৌর তারা বেড়ি লাখে লাখ।।
গৌর অবনী হৈল গৌরময় সব ভেল
রাইরূপে চৌদিগ ঝাঁপিত।
নরোত্তম দাস কয় অপরূপ রূপময়
দুহুঁ তনু একই মিলিত।।