রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ যে বিপরীতি।।
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি।।
তোমা আগে করি কহিয়ে যে
আপন কাণেতে শুনিবে সে।।
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিলল রাই।।
রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ যে বিপরীতি।।
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি।।
তোমা আগে করি কহিয়ে যে
আপন কাণেতে শুনিবে সে।।
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিলল রাই।।