রাইয়ের বচন শুনি সখীগণ
আনল যমুনা-বারি।
নাগর সুন্দর সিনান করিল
উলসিত ভেল গোরী।।
ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া
পরাইল পীতবাস।
পরিয়া বসন হরষিত মন
বসিলা রাইক পাশ।।
রাই বিনোদিনী তেরছ চাহনি
হানল বঁধুর চিতে ।
নাগর সুন্দর প্রেমে গরগর
অঙ্গ চাহে পরশিতে।
মনে আছে ভয় মানের সঞ্চয়
সাহস নাহিক হয়।
অতি সে লালসে না পায় সাহসে
দ্বিজ চণ্ডীদাসে কয়।।