রাইর চরণ যাবক মণ্ডন
রতন নূপুর পায়।
নীলমণি যুত কনক খচিত
নানা আভরণ গায়।
মাজা অতি খিনী শোভিছে কিঙ্কিণী
কঙ্কণ কেয়ূর করে।
গলে হেম মাল গজোমতি হার
উরস মাঝারে দোলে।।
নাসায় বেশর বদন উজর
জিনিয়া শরদ শশি।
শ্রবণ গিধিনী নয়ন হরিণী
বচন অমিয়া রাশি।।
নীল নিচোলিনি তড়িত বরণী
চমরী চামর কেশ।
ভাঙু যুগ জনু রতিপতি ধনু
শ্যাম বিলাসিনী বেশ।।
করিয়া করুণা দাসীর গণনা
যদি কর ব্রজেশ্বরী।
হরেকৃষ্ণ মন যুগল চরণ
তবে সে সেবিতে পারি।।