রাইক শেষ দশা শুনি গদগদ
নাগর ভেল বিভোর।
কহইতে কণ্ঠ- শবদ নাহি নিকসই
ঝর ঝর লোচনলোর।।
সজনি তুরিতহি করহ পয়াণ।
কাতরে নাগর এতহিঁ নিদেশল
সঘনে ঝরয়ে দু নয়ান।।
এতহুঁ বচন যব সো সখি শুনল
তৈখনে করল পয়াণ।
মুরছিত রাই কুঞ্জে যাহাঁ লূঠয়ে
যাই মিলল সোই ঠাম।।
উঠ উঠ সুন্দরি বিরহ দূরে করি
কানু মিলত তুয়া পাশ।
শুনাইতে তবহিঁ চেতন পাই বৈঠল
ভণ যদুনন্দন দাস।।