রাইক রূপ মরমে জব লাগল
মাধব আতুর ভেল।
মলয়জ মাল কুসুম তৃণ তাম্বূল
সহচরি করে ভরি দেল।।
সহচরি বহত যতন করি কহবী।
যো কিছু বচন কহই বর রঙ্গিণী
সকল আপন করি সহবী।।
তুয়া পথ হেরি রহলুঁ হাম কুঞ্জে
যব আনি মিলাওবি রাই।
তাকর দরশনে পূরব মনোরথ
তব হাম জীবন পাই।।
মাধব-বচন শুনল সহচরি
হাসি কহত মৃদুভাষ।
আজুক রজনী দুহু জনে মিলায়ব
কহতহি গোবিন্দদাস।।