রাইক যতনে লেই নিজ অঙ্কে।
বৈঠল কানু ললিত পরিযঙ্কে।।
অপরূপ দুহুঁকর পহিল বিলাস।
হেরইতে সহচরী পরম উলাস।।
প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর।
উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর।।
নাচত শিখী পিকু কুহরত কীর।
মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর।।
নরহরি ঐছে সময়ে সখীপাশ।
হেরি পূরব কিয়ে হিয় অভিলাষ।।