রাইক মানে বিকল মন-মানসে
নিজ মন্দিরে চলি গেল।
যশোমতি কর লহু বেশ নব বিজই
গমনে অনুমতি দেল।।
যমুনাক তীরে এক নীপমূলে
পড়ি রহু নাগর কান।
রাই নিজ মন্দিরে মরম সখি সঞে
এই দুখ করি অনুমান।।
ধিক্ ধিক্ জীবনে হাম গোয়ারিনি
বোধ শোধ নাহি হোয়।
গোবিন্দদাস কহে শুন সতি ভামিনি
যব হরি সাধল তোয়।।