রাইক মনে বিরহ জানি সো সখি
চললহি শ্যামর আগে।
দূরহিঁ তাকর বদন হেরি নাগর
মানল আপন সোহাগে।।
অপরূপ প্রেমক রীত।
আদর বিনহি সোই বহুবল্লভ
তাকর নিকটে উপনীত।।
সোই কহত দুহুঁ কৈছন পীরিতি
রীতি বুঝয়ে নাহি পারি।
সো যদি মান ভরমে তোহে রোখল
তুহুঁ কাহে আওলি ছারি।।
আপনক দোষ জানসি যদি মনমাহা
কাহে রাঢ়াওলি বাত।
গোবিন্দদাস তোহারি লাগি সাধব
আপে চলহু মঝু সাথ।।