রাইক বেশ বনাইয়া কান।
হেরইতে ধনিমুখ সজলনয়ান।।
কক্খটি বানরি তরুপর থারি।
জটিলা গমন পুন কহয়ে ফুকারি।।
শুনইতে দুহুঁ জন চমকিত চীত।
বেশ বিভূষণ ভেল বিপরীত।।
ভরমহি পীতাম্বর লেই রাই।
তুরতহি কুঞ্জক বাহির যাই।।
নীল ওঢ়নি লেই চলু তব কান।
উদ্ধবদাস হেরি বিরস বয়ান।।