রাইক দশা শুনি কান।
মুরছিত হরল গেয়ান।।
দোতি করল নিজ কোর।
লোচনে ঝরঝর লোর।।
বহুখণে চেতন ভেল।
কহে মঝু রাই কাহাঁ গেল।।
পুন কিয়ে পায়ব পরাণ।
কহ সখি তুহুঁ কিয়ে জান।।
শুনি কহে চেতনা-বাণি।
যদুনন্দন অনুমানি।।
রাইক দশা শুনি কান।
মুরছিত হরল গেয়ান।।
দোতি করল নিজ কোর।
লোচনে ঝরঝর লোর।।
বহুখণে চেতন ভেল।
কহে মঝু রাই কাহাঁ গেল।।
পুন কিয়ে পায়ব পরাণ।
কহ সখি তুহুঁ কিয়ে জান।।
শুনি কহে চেতনা-বাণি।
যদুনন্দন অনুমানি।।