রাইক দশমী দশা শুনি কান।
চৌঁকি চপলমতি বিকল পরাণ।।
লোচনকমলে গলয়ে জলধার।
ধিক ধিক জীবন ভণই অনিবার।।
সো কুলবতী সতী অতি অনুরাগী।
তাকর মিলন মানি বহুভাগি।।
নরহরি যুগতি বিরচি অব ভাল।
তেজব তুরিতে আপন বনমাল।।