রাইক কুঞ্জ গমন শুনি মাধব
অচপল প্রেম অনুমানি।
মিলইতে গমন করল বর নাগর
আনন্দে আপনা না মানি।।
চলইতে খলই চলই নাহি পারই
কত কত ভাব বিথারি।
পদে পদে হেম কদলি হেরি আকুল
গদ গদ পুছে কাঁহা নারী।।
ঐছন বহুত যতনে পহু মীলল
দুহুঁ হেরি দুহুঁ ভেল ভোর।
দুহুঁ মন মান সফল ভেল জীবন
দুহুঁক গলয়ে প্রেম লোর।।
ধৈরজ ধরি হরি অঞ্চল পরাশিতে
ধনিক মুগধি পরকাশ।
রাধামোহন পহুঁ চিতে যেন সংশয়
পিছে বুঝল পরিহাস।।