রাইক ঐছন সকরুণ ভাষ।
শুনি সখী আওল কানুক পাশ।।
কহইতে সকল সংবাদ।
গদ গদ কহই বিষাদ।।
চল চল নাগর রসশিরোমণি।
তুয়া বিনু রাধিকা অধিক তাপিনী।।
চণ্ডীদাস কহে বিনোদ রায়।
ঝাট চল রাইক মাঝ হৃদয়।।