রাইক ঐছন সকরুণ ভাষ।
শুনি সখী আওল কানুক পাশ।।
কহইতে ঐছন সকল সংবাদ।
গদ্গদ কহইতে করই বিষাদ।।
নাগর শুনিয়া অছু বাণী।
“কহ সখী কি করয়ে কমল-নয়ানী।।”
“চল চল নাগর রসশিরোমণি।
তুয়া বিনু রাধিকা অধিক তাপিনী।।”
চণ্ডীদাস কহে–বিনোদ রায়।
ঝাট চল রাইক মাঝ হৃদয়।।