রাইক আগমন বাত।
শুনইতে উলসিত গাত।।
মোহে কহই নবকাম।
নাগদমন মঝু নাম।।
খগপতি রহু মঝু পাশ।
সবহুঁ সে করব গরাস।।
বিকট মকর পুন হোয়।
এক না রাখব সোয়।।
দৈব করয়ে যব আন।
দংশয় হামারি বয়ান।।
রসনা ধন্বন্তরি আাগে।
তহিঁ পুন অমিয়া লাগাবে।।
নিরবিষ হোয়ব তায়।
জীতব এহিত উপায়।।
এত শুনি সহচরি গেল।
দাসিয়া অনুতি দেল।।