রাইকুণ্ড তিরে শ্যামর গোরি।
কুঞ্জে পীঠ পর আনন্দে ভোরি।।
বহু উপহার ফলাদি রসাল।
সমুখহি ভরি ভরি কাঞ্চন থাল।।
বৃন্দা পুন পুন সব পরিবেশে।
ভোজন করিয়া স্বাদু পরশংসে।।
ভোজন সারি আচমন কেল।
রূপমঞ্জরি দোঁহে তাম্বূল দেল।।
ললিতা রতনদীপ করে লাই।
আরতি করি দুহুঁ বদন নিছাই।।
সখিগণ কুসুম বরিখে দুহুঁ অঙ্গে।
গাওত কোই বাজাওত রঙ্গে।।
চন্দ্রবদনে দুহুঁ লহু লহু হাস।
সখি পাশে হেরত উদ্ধবদাস।।