রাইএর চরিত বুঝিতে ভার।
এমন কখন না দেখি আর।।
কানড় কুসুম করেতে লইয়া।
অনিমিখ আঁখে রহয়ে চাইয়া।।
তিল আধ ধৃতি ধরিতে নায়ে।
অনুখণ মনে সানে কি করে।।
কি হৈল অন্তরে কিছু না ভায়।
নরহরি কত সুধাবে তায়।।
রাইএর চরিত বুঝিতে ভার।
এমন কখন না দেখি আর।।
কানড় কুসুম করেতে লইয়া।
অনিমিখ আঁখে রহয়ে চাইয়া।।
তিল আধ ধৃতি ধরিতে নায়ে।
অনুখণ মনে সানে কি করে।।
কি হৈল অন্তরে কিছু না ভায়।
নরহরি কত সুধাবে তায়।।