রসিয়া রমণী যে।
মদন মোহন গৌরাঙ্গ বদন
দেখিয়া জীয়ে কি সে।।
যে ধনী রঙ্গিনী হয়।
ভাঙ ধনুয়া মদন বাণে
তার কি পরাণ রয়।।
যে জানে পিরীতি বেথা।
সেহ কি ধৈরজ ধরিতে পারে
শুনিয়া মুখের কথা।।
বিলাসিনীর মনে দুখ।
আজানুলম্বিত বাহু হেরি কান্দে
পরিসর গোরা বুক।।
কামিনী কামনা করে।
গুরুয়া নিতম্ব বিলাস বসন
পরশ পাবার তরে।।
গোবিন্দদাসিয়া চিতে।
গৌরাঙ্গ চাঁদের চরণ নখর
বাসনা মাধুরী পিতে।।