রসিক নাগর বিরহে কাতর
পড়িল ধরণীতলে।
মরম জানিঞা বেথিত হইঞা
সুবল করিল কোলে।।
সুবল মধুর মধুর বলে।
আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি
অচেতন কেনে হল্যে।।
বন-দাবানলে আর বিষ-জলে
প্রাণ দান দিলে তুমি।
সো ধার শোধিব যো বোল বলিব
তাহাই করিব আমি।।
সজল নয়ন দেখি মোর মন
কে জানে কেমন করে।
দীনবন্ধু কহে তনু মন দহে
রাইর বিরহ জ্বরে।।