রসিক নাগর চতুর শেখর
করিতে রসের রঙ্গ।
মনমথ যেন কুঞ্জর ছুটল
রমণী মোহিতে সঙ্গ।।
ধৈরজ না মানে আন নাহি শুনে
মত্ত চিত্ত ভেল তায়।
নাগরী সকল দেখিয়া বিকল
কটাক্ষ লহরে চায়।।
ঈষৎ হাসিয়া নাগর রসিয়া
করিতে রমণ-কেলি।
যেমন কবিবর করিণী দেখিয়া
ধৈরজ নাহিক মানে।
মত্ত মৃগ যেন মৃগিনী দেখিয়া
ছুটিয়া বুলয়ে বনে।।
তৈছন লুবধ মাধব মুগধ
মোহিতে তরুণীগণে।
অতি রাসলীলা নাগর রচিলা
দ্বিজ চণ্ডীদাস ভণে।।