রসিক নাগরী রসের মরা।
রসিক ভ্রমর প্রেম পিয়ারা।।
অবলা মূরতি রসের বাণ।
রসে ডুবুঁ করে পরাণ।।
রসবতী সদা হৃদয়ে জাগে।
দরশ বাড়ায়া পরশ মাগে।।
দরশে পরশে রস প্রকাশ।
চণ্ডীদাস কহে রস-বিলাস।।