রসবতী সঙ্গে জাগি রসরঙ্গে।
অরুণিম রঙ্গে নয়ন বিভঙ্গে।।
মদন তরঙ্গে তরলিত অঙ্গে।
বসন বিভঙ্গে পহিরলি রঙ্গে।।
আয়ল নিশঙ্কে শুতল পালঙ্কে
কেহু নাহি সন্ধে রাধে অনুবন্ধ।।
মদন বিভঙ্গে যুবতি কলাঙ্কে।
কিয়ে ভেল শোভা শেখর লোভা।।
রসবতী সঙ্গে জাগি রসরঙ্গে।
অরুণিম রঙ্গে নয়ন বিভঙ্গে।।
মদন তরঙ্গে তরলিত অঙ্গে।
বসন বিভঙ্গে পহিরলি রঙ্গে।।
আয়ল নিশঙ্কে শুতল পালঙ্কে
কেহু নাহি সন্ধে রাধে অনুবন্ধ।।
মদন বিভঙ্গে যুবতি কলাঙ্কে।
কিয়ে ভেল শোভা শেখর লোভা।।