রসবতি সরস পরশ মুখবঙ্কে।
কি করব চন্দন ইন্দুঘন পঙ্কে।।
শীতল কর-কিশলয় যাঁহা আগি।
কী ফল তাহা তরু কিশলয় ভাগি।।
শুন শুন রমণিশিরোমণি রাধে।
তো বিনু কাহ্নুক সব ভেল বাধে।।
পদুমিনী কোরে যো তাপ না তেজ।
কি ফল তাঁহি কমলদল সেজ।।
বিধুমুখী চুম্বনে যাহে না সোহাই।
কি করব তাহা বিধুকিরণ বিগাই।।
এতদিনে দূরে গেল সব দুখ ভান।
জানলুঁ অব তুয়া অনুচর কান।।
অতয়ে সে নাগরি জানি কহ আন।
গোবিন্দদাস তোহাঁরি গুণ গান।।