রসবতি রসিকশিরোমণি পাশে।
মনোরথসিধি বিধি পূরল আশে।।
চন্দ্রবয়নি ধনি কানু চকোর।।
নববারিদে জনু চাতক ভোর।।
নাগরচিত মাগে রয়নিবিলাস।
অনুমতি অন্তর ধনি মৃদু হাস।।
লীলা লাবণি আনন্দদান।
রসিকশিরোমণি অমিয়া সিনান।।
দুহুঁ বিদগধ সুখ কো করু ওর।
প্রেমঅবশ দুহুঁ আপহিঁ ভোর।।
দুহুঁ রসে ভূলল দুহুঁ করু কোর।
রায় বসন্ত তহিঁ জয় জয় বোল।।