রসবতি যাই রসিকবর ঠাম।
শ্যামতনুমুকুরে হেরই অনুপাম।।
নিজ প্রতিবম্ব শ্যাম অঙ্গে হেরি।
রোখি কহত ধনি আনন ফেরি।
নাগর এত কিয়ে চঞ্চল ভেলি।
হামারি সমুখে করু আন সঞে কেলি।।
এত কহি রাই করল তহিঁ মান।
আন ঠামে চললি উপেখিয়া কান।।
সহচরিগণ তব কতয়ে বুঝায়।
উদ্ধব দাস মিনতি করু পায়।।