রসপরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতীসঙ্গ ছোড়ি নাহি যাব।।
আধ আধ চাহি যাই পদ আধা।
রসপরসঙ্গ শুনই বহু সাধা।।
কি কহব মাধব বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী।।ধ্রু।।
হামরা দুয়জনে পথে একু মেলি।
সো আন জন সঞে করু আন খেলি।।
যব কিছু পুছিয়ে উতর নাহি পাব।
অধরক পাশ হাস পশি যাব।।
ঐছন রমণী দৈব দিল সঙ্গ।
আনে উদ্‌গীম চাহি দিল ভঙ্গ।।
বালা সে লাজবশ,হামারিয়ো লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ।।