রমণীমোহন রমণী মোহিতে
সে দিনে করল বেশ।
চূড়ার টালনি কি বা সে বাঁধনি
বিচিত্র সুচারু কেশ।।
মণি হেমমালে বেড়িয়া দুধারে
তাহাতে মুকুতা-মাল।
প্রবাল গাথিয়া তাহে ধরি দিয়া
দেখ না শোভিছে ভাল।।
নব নব ফুলে মল্লিকার মালে
ভ্রমর ধাওল কোটী।
পরিমল আশে উড়ি বৈসে তাহে
কিবা তাহে পরিপাটী।।
দুকাণে শোভিত কদম্বের ফুল
কি শোভা কহিব তায়।
ময়ূর শিখণ্ড ঝলমল করে
তাহে সে উড়িছে বায়।।
নাগর বরণ যেন নবঘন
অঞ্জন গণিয়ে কিসে।
ভাঙ-ধনু বাণে কামের কামানে
রমণী হানয়ে জিসে।।
মন্দ মন্দ হাসি করে লয়ে বাঁশী
মৃগমদ মাখা গায়।
সোনার বরণ নানা আভরণ
রতন-নূপুর পায়।।
রমণী রমণ করিতে যতন
নাগরশেখর রায়।
এমত মূরতি সুখের আরতি
দ্বিজ চণ্ডীদাস গায়।।