রমণিরমণি রঙ্গিণী জিনি
কনক-নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন নয়ন চাহনি
নিরখি মুরুছে অনঙ্গ।।
ভাঙ যুগবর ভঙ্গি মধুরিম
অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে কুন্দকলি জনু
জলদে উড়ু পরকাশ।।
সরস সিন্দূর বিন্দু ললিত
ললাট অলকে উজোর।
শ্রবণে মণি তাড়ঙ্ক ঝলমল
চিবুকে মৃগমদ থোর।।
গীম বলনি সুচারু করযুগ
নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক রচিত উচ কুচ
হার উরে বর সাজ।।
উদর নিরুপম নাতিপঙ্কজ
লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী খীণ কটিতট
সিংহমদভরহারি।।
মঞ্জু বিপুল নিতম্ব সুগঠন
জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ নখর নরহরি
হৃদয় তম করু দূরি।।