রভসহি তহ বোললহ্ণি মুখকান্তি।
পুলকিত তনু মোর কতধর ভান্তি।।
আনন্দলোরে নয়ন ভরি গেল।
পেম আকুর অঙ্কুর মেল।।
ভেটল মধুর পতি সপনে মো আজ।
তখনক কহিনী কহইতে লাজ।।
জখনে হরল হরি আচর মোর।
রসভরে মন রুকসনী ভোর।।
করে কুচ মণ্ডল রহলিহুঁ গোএ।
কমলে কনকগিরি ঝাঁপল হোএ।।
বিদ্যাপতীত্যাদি।