রতি-সুবিসারদ তুহু রাখ মান।
বাঢ়িলে জৌবন তোহে দেব দান।।
আবে সে অলপ রস ন পূরব আস।
থোর সলিল তুঅ ন জাব পিয়াস।।
অলপ অলপ রতি জদি চাহি নীতি।
প্রতিপদ চাঁদ-কলা সম রীতি।।
থোরি পয়োধর ন পূরব পানি।
ন দিহ নখ-রেহ হরি রস জানি।।
ভনই বিদ্যাপতি কৈসন রীতি।
কাঁচ দাড়িম প্রতি ঐসন প্রীতি।।