রতি সুখ শয়ন সাজি সহচরী মেলি
রাই রহলি নবকুঞ্জে।
খনে খনে ভাবিনী মনহি বিচারত
বিবিধ মনোরথপুঞ্জে।।
রসময় নাগর কান।
সঙ্কেত জানি দূতীবচনামৃতে
সংভ্রমে কয়ল পয়ান।।
রসময় আনন শশধরসুন্দর
নয়নচকোরক বাস।
অপরূপ সোই চপল ভেল কামিনী
মুখপঙ্কজমধু আশ।।
মনমথ মথই মনোরথ মন্দরে
হরিমন জলধি বিথার।
কহে হরিবল্লভ অব জানি উপজয়ে
কেলি অমৃত রসসার।।