রতি রস-অবশ অলস অতি পূর্ণিত
শূতলি নিভৃত-নিকুঞ্জে।
মধু-লোভে ভ্রমর ভ্রমরিগণ ঝঙ্করত
বিকশিত ফল-ফুল পুঞ্জে।।
বিনোদিনী মাধব-কোর।
তমালে বেঢ়ল জনু কনক-লতাবলি
দুহু রূপ আতি উজোর।।
ভূজে ভূজে ছন্দ- বন্ধ করি সুন্দরি
শ্যামর কোরে ঘুমায়।
রতি-হাসে আলিস দুহুঁ তনু ঢর ঢর
প্রিয়-সখি চামর ঢ়ুলায়।।
সুবাসিত বারি ঝারি ভরি রাখত
মন্দিরে দুহুঁজন পাশ।
মন্দির নীকটে পদ-তলে শুতলি
অনুচরি গোবিন্দদাস।।