রতি রসে অবশ অলস অতি পূর্ণিত
শূতলি নিভৃত নিকুঞ্জে।
মধু লোভে ভ্রমর ভ্রমরিগণ ঝঙ্করু
বিকসিত ফলফুল পুঞ্জে।।
বিনোদিনী মাধবকোর।
তমালে বেঢ়ল জনু কলকলতাবলি
দুহুঁরূপ অতি উজোর।।
ভূজে ভূজে ছন্দ- বন্ধ করি সুন্দরি
শ্যামরকোড়ে ঘুমায়।
রতিরসে অলস দুহুঁ তনু ঢর ঢর
প্রিয়সখি চামর ঢুলায়।।
সুবাসিত বারি ঝারি ভরি রাখত
মন্দিরে দুহুঁজন পাশা।
মন্দির নীকটে পদতলে শুতলি
অনুচরি গোবিন্দদাসা।।