রতি অবসানে বৈঠি বর-নাগরি
উদসল আপক দেহ।
হেরইতে অবনত বদন কয়ল পুন
কি করব না পায়ই থেহ।।
প্রেম রাই-রূপ-ধারী।
ইঙ্গিতে নিজবেশ- করণে নিয়োজল
রতি-সুখ-কুঞ্জবিহারী।।
ইষদবলোকনে মাধব হেরইতে
নয়নহিঁ আনন্দ-নীর।
জনু বর বিধু-মণি বিধু-কর পরশনে
তৈছন সকল শরীর।।
অলক সঙারিতে পহিলহি কাঁপই
বর করে পরশিতে কন্দ।
কহ রাধামোহন বেশ কৈছে হোয়ব
চূড় চরণ পরিযন্ত।।