রতিরসে চঞ্চল নাগররাজ।
বালি বিলাসিনী অতি ভয় লাজ।।
না জানিয়ে আজু কোন গতি হোয়।
এতহু বিচারি নিচোলে রহু গোয়।।
কত কত কাকুতি করতহি কান।
উতর না দেই না দেয়ই কান।।
লহু লহু কুচ পর যব ধরু হাত।
মনমথ তবহি করল শরাঘাত।।
ভুজবলে বিগত বসন করু অঙ্গ।
উছলল কত শত ছবিকে তরঙ্গ।।
হেরি হেরি হরি যব পাওল ধন্ধ।
তৈখনে মদন বাঁধল রতিফন্দ।।
কুঞ্চিত ভুজ করু কঞ্চুক ঠাম।
দ্বার মুদল কিয়ে মনমথ গাম।।
তব কিয়ে মদনদেব বর দেলা।
রতিরণে ধনীকো সাহস কছু ভেলা।।
কহে হরিবল্লভ পহিলহি রঙ্গ।
লহু লহু সুরত শিথিল ভেল অঙ্গ।।